গাজীপুরের কালীগঞ্জে রবি মৌসুমে সমলয় চাষাবাদের আওতায় কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে জমির ধান কর্তন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফসী জাতের (ব্রিধান-৯২) আবাদ করা হয়েছে। কৃষি কাজে যান্ত্রিক ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করতেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ বিশেষ আয়োজন।
মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ উপজেলার আয়োজনে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে জমির ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আক্তার উজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান ও অতিরিক্ত পরিচালক (শষ্য) সঞ্জয় কুমার পাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম।
প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, হারভেস্টার দিয়ে প্রতি একর জমির ধান মাত্র ৩০ মিনিটের মধ্যে কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা সম্ভব হচ্ছে। এতে কৃষকরাও উপকৃত হচ্ছেন এবং অতিরিক্ত মজুরি সাশ্রয় হচ্ছে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, কৃষক-কৃষাণী, স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
উল্লেখ যে, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফসী জাতের (ব্রিধান-৯২) সমলয় চাষাবাদে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়েছিল।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :