রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে আবারও ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলেদের জালে প্রতিদিনই উঠছে নানা প্রজাতির বড় বড় মাছ।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চরকর্ণেশোন এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে বাচ্চু হালদারের জালে ধরা পড়ে ২৫ কেজি ওজনের বিশাল এক পাঙাশ।
মাছটি ধরার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। পরে সেটি বিক্রির জন্য নেওয়া হয় দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছের আড়তদার রেজাউলের আড়তে। সেখানে মাছটি একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা। সবার সামনে উন্মুক্ত নিলামে পাঙাশটি কেজিপ্রতি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
এর মাত্র আধা ঘণ্টার মধ্যেই ভিডিও কলে দেখিয়ে মাছটি মেহেরপুরের এক সৌদি প্রবাসীর কাছে কেজিপ্রতি ২ হাজার ৪৩০ টাকা দরে মোট ৬০ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন তিনি।
সম্রাট শাজাহান শেখ বলেন, “পদ্মার এমন আকৃতির পাঙাশ মাছের চাহিদা বরাবরই অনেক বেশি।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে