বাগেরহাটের মোরেলগঞ্জের বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (৬ মে) যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত স্মারকে এই কমিটির অনুমোদন দেয় বোর্ড ।
বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি হয়েছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের সহধর্মিণী কাজী সাহারুজ্জামান নিপা।
তিনি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করে পরবর্তীতে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন।
ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি উপজেলার বলইবুনিয়া ইউনিয়নে ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর ৫০ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করেছিল।
মুঠোফোনে এক সাক্ষাৎকারে বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কাজী সাহারুজ্জামান নিপা বলেন, স্থানীয়দের অনুরোধে ঐতিহ্যবাহী বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। আমি শুধু বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় নয় মোরেলগঞ্জ-শরণখোলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় নজড়কাড়া সাফল্য এনে দিতে আমি শতভাগ চেষ্টা করব, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সাথে নিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করব।
এ সময় কাজী সাহারুজ্জামান নিপা আরও বলেন, যোগ্য মানবসম্পদ তৈরিতে গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই, বর্তমান টেকনোলজির পৃথিবীতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব বেশি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
বিদ্যালয়টিতে ডিজিটাল লাইব্রেরিসহ অধুনিক, যুগোপযোগী শিক্ষা ব্যাবস্থা গ্রহনণ সকল পদক্ষেপ গ্রহণ করা হবে, বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় একটি মডেল বিদ্যালয় প্রতিষ্ঠর জন্য সকলকে সাথে নিয়ে কাজ করব।
তিনি বলেন বিগত সরকার মুক্তিযুদ্ধ তথা জিয়াউর রহমানের ইতিহাস বিকৃত করেছিল, শিক্ষাপ্রতিস্টানে সেসব ইতিহাস ফিরিয়ে আনতে কাজ করব। কাজী সাহারুজ্জামান নিপা বর্তমান ওয়েবের মেম্বার, কে কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকটি সামাজিক সংগঠন ও কানাডিয়ান একটি সংস্থার অটিজম স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে