AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে বিজয়-২৪ হলের নবীনবরণ অনুষ্ঠিত


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৮:১৩ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

পবিপ্রবিতে বিজয়-২৪ হলের নবীনবরণ অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয় বিশেষ রাতের খাবার, উপহারসামগ্রী প্রদান ও মিষ্টিমুখ। পুরো হলজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানের শুরু থেকেই প্রবীণ ও নবীন শিক্ষার্থীরা মিলেমিশে এক পরিবারের আবহ তৈরি করেন। নবীনরা নতুন পরিবেশে নিজেদের অনুভূতি ও স্বপ্ন ভাগাভাগি করে জানায়, আর প্রবীণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিজয়-২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং সিএসই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়জিদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, ছাত্র নির্দেশনা ও পরামর্শের পরিচালক এবং শরীরচর্চা বিভাগের পরিচালক।

বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার নবীনদের সততা, নৈতিকতা ও আন্তরিকতার সঙ্গে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান নবীনদের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবীনদের উদ্দেশে বলেন, “তোমাদের জীবনের একটি নতুন অধ্যায় আজ শুরু হলো। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কেবল ডিগ্রির জন্য নয়; এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব, মানবিকতা ও দায়িত্ববোধ শেখার এক বিশাল কর্মশালা।”

তিনি আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় একটি আধুনিক, গবেষণাভিত্তিক ও দক্ষতা উন্নয়নমুখী শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। নবীন শিক্ষার্থীরা এই যাত্রার অন্যতম অংশীদার। তোমরা যদি নিষ্ঠা, পরিশ্রম ও সততার সঙ্গে এগিয়ে যাও, তবে শুধু নিজের ভবিষ্যৎ নয়—দেশ ও সমাজের ভবিষ্যৎও উজ্জ্বল করবে।”

আনুষ্ঠানিকতা শেষে নবীনদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয় এবং রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

বিজয়-২৪ হলে আয়োজিত এ নবীনবরণকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। নবীন শিক্ষার্থীরা জানান, এমন প্রাণবন্ত আয়োজন তাদের মনে নতুন উদ্দীপনা যোগ করেছে। প্রবীণ শিক্ষার্থীরাও নবীনদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

 


একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!