আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃষ্টি নামে এক গৃহবধূর কান কেটে কানের দুল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে প্রবাসী মামুনের বাড়িতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। ঘরে থাকা লোকজনকে পিটিয়ে আহত করে গলার স্বর্ণের চেইন এক জোড়া কানের দুল একটি এনড্রয়েড মোবাইল ফোন লুটে নেয় । একই রাতে ঐ এলাকার মৃত মন্টু দাশের বাড়িতে জুমান দাস ও বাবু দাসের ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ ১৬ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল, রুপার নুপুর ও মোবাইল ফোন লুটে নেয়।
ঐ রাতে ডাকাতদল পার্শ্ববর্তী মান্নান ডা. এর বাড়িতে ওৎ পেতে থাকে, মান্নান ডা. এর পুত্রবধূ বৃষ্টি (২৬) ঘরের বাইরে বের হলে কান ছিড়ে, কানের দুল নিয়ে যায়।
গত সাত দিনে আড়াইহাজারের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় রাতে উপজেলা জুড়ে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :