আসন্ন "তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ" সফল করতে চট্টগ্রামের বোয়ালখালীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে উপজেলা সদরস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, মো. ইসমাইল, জসিম উদ্দিন মেম্বার এবং সহ সাধারণ সম্পাদক হাজি আবু আকতার ও সায়েম উদ্দিন টিটু।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইকবাল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মহসিন খোকন।
এ সময় ইউনিয়ন ও পৌরসভা যুবদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং ১০ মে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠেয় সমাবেশে সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান।
বক্তারা বলেন, বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে এবং তরুণদের অধিকার প্রতিষ্ঠায় এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে