AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত



শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যা সোমবার (২৫ আগস্ট) সকালেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ জাকির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. বিশ্বজিৎ দেব, জুনিয়র কনসালটেন্ট (এ্যনেসথেসিওলজি) ডা. সোহানা ফেরদৌস প্রমুখ।

সভাপতির বক্তব্যে ডা. সিনথিয়া তাসমিন জানান, ১২ অক্টোবর থেকে ১৮ দিনের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এবছর শ্রীমঙ্গল উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৯০ হাজার শিশু-কিশোরকে বিনামূল্যে টিকাদান দেওয়া হবে। টিকাদানের জন্য পৌরসভা ও ইউনিয়নে ২৭০টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তিনি সরকারি ও বেসরকারি স্কুল এবং কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের তালিকা তৈরি ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ করেন।

ডা. সিনথিয়া তাসমিন আরও বলেন, ক্যাম্পেইনের প্রচারণার মাধ্যমে টিকাদানের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে জনগণকে সচেতন করা হবে এবং টিকা গ্রহণে উৎসাহিত করা হবে।

সভায় অংশ নেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল বারি, বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক নিশি কান্তি দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও খোলা কাগজের জেলা প্রতিনিধি মোঃ এহসানুল হক, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহিদ, নার্সিং সুপারভাইজার নিশি রঞ্জন চক্রবর্তী, রীতা রানী দাস, স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!