কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দড়ি চন্ডিবের একটি বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকাল বেলায় দক্ষিণপাড়ার বিল এলাকায় পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখা যায়। পরে বিষয়টি ভৈরব থানা পুলিশকে জানানো হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মরদেহটি দড়ি চন্ডিবের এলাকার শামসু মিয়ার বাড়ির পিছনের বিল থেকে উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি জিন্স প্যান্ট পরিহিত ছিলেন। তার প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া গেছে। মানিব্যাগে কাতারের পারমিট কার্ড পাওয়া গেছে, যেখানে ‘মানিক রিয়াদ’ নাম লেখা রয়েছে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি প্রবাসফেরত হতে পারেন। তবে মরদেহ কতদিন পানিতে ছিল বা কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মরদেহটি কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছেন। পুলিশ জানায়, কার্ডের তথ্যের ভিত্তিতে নিহতের প্রকৃত পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে