কোটচাঁদপুরের ভ্যান চালক সাঈদ শেখ (৪৪) কে লক্ষ্য করে একটি ছিনতাই সংঘটিত হয়েছে। তিনি সম্প্রতি এনজিও থেকে কিস্তিতে টাকা নিয়ে ভ্যান কিনেছিলেন, কিন্তু শুক্রবার (২২ আগস্ট) সেটি ছিনতাই হয়ে যায়। ভ্যান হারানোর ফলে তার ৫ সদস্যের পরিবার চরম সমস্যায় পড়েছে। থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত ভ্যান উদ্ধার হয়নি।
সাঈদ শেখ জানান, “শুক্রবার আমি ভ্যান নিয়ে বলুহর ভাটামতলায় বসেছিলাম। স্থানীয় বিদ্যাধরপুর গ্রামের শহিদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম আসেন। এরপর চৌগাছা শুকপুকুরিয়া থেকে মালামাল পরিবহনের জন্য ৬০০ টাকায় ভাড়া ঠিক করা হয়। আমি যখন সেখানে পৌঁছাই, তখন শরিফুল ইসলাম ও তাঁর সহযোগীরা আমাকে মারপিট করে ভ্যান ছিনিয়ে নিয়ে চলে যান। তারা কাউকে কিছু বললে প্রাণ নাশের হুমকি দেয়। ভয়ে আমি পালিয়ে আসি।”
তিনি আরও জানান, “ভ্যান চালিয়ে যা আয় করি, তা দিয়েই সংসার চলে। ভ্যান হারানোর পর থেকে সংসারের খাবার জোগাড় করা কঠিন হয়ে গেছে। আমাদের বাসা দুটি শতক জমির উপর, টিনের চালের, বৃষ্টি হলে ঘরে পানি পড়ে। এনজিও থেকে টাকা নিয়ে দুই মেয়েকে বিয়ে দিয়েছি, আর ১৫ দিন আগে ভ্যান কিনেছিলাম; কিস্তির টাকা এখনও পরিশোধ হয়নি। এখন একদিকে এনজিওর কিস্তি, অন্যদিকে সংসারের খাবারের চিন্তা—মহাবিপদে পড়ে গেছি।”
ভ্যান চালক সাঈদ শেখ কোটচাঁদপুরের বলুহর গ্রামের মৃত গোলাপ শেখের ছেলে।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি। এটি বিশ্বাসঘাতকতার ঘটনা; ভাড়া দিয়ে নিয়ে গিয়ে ছিনতাই করা হয়েছে। অভিযুক্তরা কোটচাঁদপুরের দুটি বাড়ির লোক। ঘটনা চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া এলাকায় সংঘটিত হলেও তাদের ধরতে এবং ভ্যান উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে