চট্টগ্রামের নিউমার্কেট স্টেশন রোড সংলগ্ন বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন লেগেছে। আজ সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে বারের কিছু অংশ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে হঠাৎ রেস্তোরাঁর ওপর ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে স্থানটি জনসমাগমে পরিণত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, আগুনের সঠিক সূত্রপাত এখনও নিশ্চিত নয়, তবে ধারণা করা হচ্ছে বারটির কোনো অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
জানা গেছে, গত বছরের ৫ আগস্টও বারটি লুটপাটের শিকার হয়েছিল। দুর্বৃত্তরা বারের কিছু অংশ কেটে নিয়ে যায়। পরে নতুন করে সংস্কার করা হয় এবং বারটি পুনরায় চালু হয়। আজকের আগুনের ঘটনায় ফের বারের ক্ষতি হয়েছে।
সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে থাকলেও ক্ষতির পরিমাণ ও কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত চলবে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে