কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক ফিরোজ আহাম্মেদের উপর হামলার ঘটনায় মূল আসামি মিলন হোসেন (৩২) রাজধানী ঢাকা থেকে আটক করা হয়েছে। মিলন হোসেন দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের আফছারের ছেলে।
জানা গেছে, গত ১১ আগস্ট ফিরোজ আহমেদ ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে মিলন হোসেনের নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী দেশি অস্ত্র, হাতুড়ি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে তাঁর উপর হামলা চালায়। হামলাকারীরা পরে পালিয়ে যায়, তখন স্থানীয় জনগণ ও পরিবারের সহযোগিতায় ফিরোজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং পরে রাজধানী শ্যামলী ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার ঘটনায় সাংবাদিক ফিরোজ আহমেদের ভাগ্নে ইদ্রিস আলী স্থানীয় থানায় মিলন হোসেনকে প্রধান আসামি করে এজাহার দায়ের করেন।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, কুষ্টিয়া পুলিশ সুপারের নির্দেশনায় এসআই মনির ও ওসি তদন্ত আব্দুল আলিম এর তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর সাভার থানাধীন তেতুলঝড়া এলাকা থেকে মিলন হোসেনকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে