AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে কলেজছাত্র গুরুতর আহত



পটিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে কলেজছাত্র গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথিত কিশোর গ্যাং ও ছাত্রলীগ নেতাদের ছুরিকাঘাতে মোবাশ্বের হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩ মে) বিকেল ৫টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহত মোবাশ্বের হোসেন কচুয়াই ইউনিয়নের কামাল মেম্বারের ছেলে এবং এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের বরাতে জানা গেছে, মোবাশ্বের হোসেনের সঙ্গে কথিত কিশোর গ্যাং ও ছাত্রলীগ নেতা ব্যানেট তানজিম (২০) ও ডিএক্স ইকবালের (২০) মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মোবাশ্বেরকে ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে আশপাশে থাকা সহপাঠী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছুটে এসে হামলাকারীদের আটক করে এবং পুলিশকে খবর দেন।

স্থানীয়রা দ্রুত মোবাশ্বেরকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর বলে জানিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, “ঘটনার পরপরই ছাত্রদের সহায়তায় অভিযুক্ত ব্যানেট তানজিম ও ডিএক্স ইকবালকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় পটিয়া এলাকায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ও রাজনৈতিক দলের নাম ব্যবহারকারী তরুণদের দৌরাত্ম্য বেড়েছে। তারা এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Shwapno
Link copied!