AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৩:০০ পিএম, ৩ মে, ২০২৫

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-তে গুচ্ছ পদ্ধতির অধীনে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ মে) মানবিক বিভাগভুক্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে যবিপ্রবি কেন্দ্রে ৫,৮৩৯ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৯৫.৯২ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় সর্বাত্মক প্রস্তুতি।

পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে রোল নম্বর, কেন্দ্র ও ভবনের নির্দেশনা সম্বলিত ডিজিটাল ব্যানার টানানো হয়। নিরাপত্তা উপ-কমিটি, যবিপ্রবি সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরীক্ষার্থীদের সহায়তায় দায়িত্ব পালন করে।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন-কে সঙ্গে নিয়ে পরীক্ষার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

আগামী ৯ মে (শুক্রবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

একুশে সংবাদ/য.প্র/এ.জে

Shwapno
Link copied!