AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদায় রাখায় ৫৪টি স্বেচ্ছাসেবি সংগঠনকে হাজী সেলিম ফাউন্ডেশনের সম্মাননা



সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদায় রাখায় ৫৪টি স্বেচ্ছাসেবি সংগঠনকে হাজী সেলিম ফাউন্ডেশনের সম্মাননা

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৫৪টি স্বেচ্ছাসেবি সংগঠনকে  সম্মাননা প্রদান করা হয়েছে। 

এ উপলক্ষে শুক্রবার রাত ৯টায় উপজেলার সাতগাঁও বাজারে হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শ্রীমঙ্গলের বহুমুখী সেচ্ছাসেবি সংগঠন হাজী সেলিম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে  ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন হাজী সেলিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কাতার প্রবাসী আল সারকি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান হাজী সেলিম আহমেদ।

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হাজী সেলিম ফাউন্ডেশনের সহ-সভাপতি হাজী দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবির, দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, লেখক-কলামিস্ট এহসান বিন মুজাহির, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা এম. এ. রহিম নোমানী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ফারুক খান প্রমুখ।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী বলেন, মানবতার কল্যাণের অঙ্গিকার নিয়ে ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের জন্য কাজ করে আসছে। অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার ৫৪টি সামাজিক ও মানবিক সংগঠনকে মানবিক-সামাজিক কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ  ইলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাশিদ ও গজল পরিবেশ করে দর্শকদের মাতিয়ে তুলেন।


একুশে সংবাদ/শ্রী.প্র/এ.জে

Shwapno
Link copied!