সাভারের আশুলিয়ায় সেলফি পরিবহনের একটি চলন্ত বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক এক নিরাপত্তাকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক বাস ও চালককে আটক করে। পরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা সেলফি পরিবহনের আরও ৫টি বাস আটক করেন।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন ঢাকা মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শামসুল মোল্লা (৭০), তিনি চাঁদপুর জেলার মতলব থানার লোকমান মোল্লার ছেলে। শামসুল মোল্লা গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের উপকেন্দ্রে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন। কিছুদিন আগে তিনি অবসর গ্রহণ করেন এবং পাওনা বুঝে নিতে বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন।
আটক চালকের নাম আব্দুল করিম (৪৫), তিনি ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের আব্দুল মবেদের ছেলে।
ঘটনার বিষয়ে সাভার হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর বিষ্ণু পদ শর্মা বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
এদিকে, গণস্বাস্থ্য কেন্দ্রের শিক্ষার্থী ও কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুততম সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ//সা.প্র/ এ.জে