নেত্রকোনার কেন্দুয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. ইখতিয়ার হোসেন তালুকদার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাকির আলম ভূঞাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জহুরপুর গ্রামে নিজ বাড়ি থেকে ইখতিয়ার হোসেন তালুকদারকে এবং বুধবার (৩০ এপ্রিল) বিকেলে পৌরসভার কমলপুর এলাকা থেকে জাকির আলম ভূঞাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইখতিয়ার হোসেন তালুকদার জহুরপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে এবং জাকির আলম ভূঞা মোজাফরপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ইখতিয়ার হোসেনের বিরুদ্ধে মোবারক হোসেনের দায়ের করা দোকান ভাঙচুর (২১ আগস্ট), জামাল উদ্দিনের দায়ের করা বিস্ফোরক মামলা (২০ নভেম্বর) এবং মন্তাজ উদ্দিনের করা দ্রুত বিচার আইনের মামলা (৫ ডিসেম্বর)–এই তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির আলম ভূঞাকে ১ সেপ্টেম্বর ২০২৪ সালে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি আরমান আলী।
ওসি মিজানুর রহমান জানান, মামলার পর আসামিরা পলাতক ছিলেন। তাদের ধরতে পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। অভিযানের অংশ হিসেবে ২৪ ঘণ্টার মধ্যে উভয় আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ// নে.প্র/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

