বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ আয়োজন করেছে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন।
বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত র্যালিতে অংশ নেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক এবং বাগেরহাট-৪ আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল আলীম, মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন, পৌর জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি শফিউল আযম প্রমুখ।
একুশে সংবাদ// বা.প্র.//এ.জে
আপনার মতামত লিখুন :