জামালপুরের সরিষাবাড়ীতে মে দিবসের অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছে উপজেলা শ্রমিক দলের সদস্য ও কামরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের শ্রম বিষয়ক সম্পাদক দুলাল মিয়া (৫৫) এবং শ্রমিক দল কর্মী রুবেল শেখ (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমজীবী সংগঠন শোভাযাত্রা নিয়ে বের হয়। পথে পৌরসভা চত্বর থেকে পোস্ট অফিস রোডে সাইড দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়।
হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক দল নেতা দুলাল মিয়া অভিযোগ করেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদারের সঙ্গে তর্কে জড়ানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তিনি আরও দাবি করেন যে, এই সংঘর্ষের ঘটনা পরিকল্পিত ছিল এবং কিছু ব্যক্তি যারা আগে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন, তারা নতুন করে বিএনপিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
এ বিষয়ে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদার জানান, যমুনা সার কারখানা এলাকা থেকে একটি বহর আসছিল এবং কিছু লোক রাস্তার সাইড দিচ্ছিল না, এতে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে তারা শ্রমিক দলের নেতাদের মারধর করে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া মুঠোফোনে বলেন, এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ//জা.প্র/এ.জে