মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা মাইক্রো চালক সমিতির উদ্যোগে র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় গোপালপুর বাজারস্থ সমিতির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।
পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গোপালপুর বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন সমিতির সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক সাইদুর রহমান চান্দু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন, বিপ্লব কুমার ঘোষ ভোলা সহ সমিতির সদস্য, চালক, মালিক ও বিভিন্ন পেশাজীবী শ্রমিক-কর্মচারীবৃন্দ।
র্যালি শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সারা বিশ্বের শ্রমিক আন্দোলনে নিহত সকল শ্রমিক-কর্মচারীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এই আয়োজনের মাধ্যমে শ্রমিকদের অধিকার, ঐক্য ও মর্যাদার প্রতি সম্মান জানানো হয় বলে আয়োজকরা জানিয়েছেন।
একুশে সংবাদ//ন.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :