AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে পুলিশ দেখে কাউন্সিলরের মৃত্যু


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:৪৮ পিএম, ১ মে, ২০২৫

রাজশাহীতে পুলিশ দেখে কাউন্সিলরের মৃত্যু

রাজশাহীতে পুলিশকে দেখে পালানোর সময় ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এটি বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় ঘটে।

কামাল হোসেন স্থানীয় বাসিন্দা ছিলেন এবং একসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, কিন্তু ২০১৮ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং দলের কার্যক্রমে অংশ নেন। যদিও তার কোনো পদ ছিল না, কিন্তু গত বছরের আগস্টে আওয়ামী সরকারের পতনের পর তার নামে চারটি মামলা হয়।

পুলিশ ও তার পরিবার ধারণা করছে, মামলার কারণে তিনি গা-ঢাকা দিয়ে থাকতেন এবং পুলিশ আসতে দেখে ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত হন। কামাল হোসেনের ছেলে সোহান শাকিল শিমুল জানিয়েছেন, পুলিশ আসার পর তিনি প্রতিবেশীর বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, পুলিশ কামাল হোসেনকে ধরতে যায়নি, তারা অন্য কাজে গিয়েছিল। তবে কামাল হোসেন পুলিশ দেখে পালানোর সময় হার্ট অ্যাটাক করেন এবং মৃত্যু হয়। বর্তমানে তার লাশ পরিবারের কাছে রয়েছে এবং তারা দাফনের প্রস্তুতি নিচ্ছেন।

 

একুশে সংবাদ//রা.প্র/এ.জে

Shwapno
Link copied!