মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। র্যালিটি জুড়ী উপজেলা সদরের নাইট চৌমুহনী থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশগ্রহণ করেন নিসচা জুড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাধারণ শ্রমিকরা।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং নিসচা জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি সিরাজুল ইসলাম জসিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুল আবেদীন রুবেল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, অর্থ সম্পাদক জসিম উদ্দিন এবং অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ//মৌ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :