"শ্রমিক-মালিক এক হয়ে গড়বো দেশ, নতুন করে" — এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে পালিত হলো মহান মে দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্র।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ এম. মনসুর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, "দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকা অপরিসীম। এ উন্নয়ন ধারাকে টেকসই করতে হলে শ্রমিক-মালিক সুসম্পর্ক, উন্নত কর্মপরিবেশ ও শ্রমজীবী মানুষের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।" তিনি আরও জানান, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ উপমহাপরিদর্শক (কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর) আব্দুল মুমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের শ্রম কল্যাণ সংগঠক মো. এখলাছুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ//সি.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :