AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দর্জি বিল্লাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন



দর্জি বিল্লাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামে দর্জি বিল্লাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুর ১২টার দিকে আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বুলবুল আহমেদ গোলাপ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবালয় উপজেলার দক্ষিণখানপুর গ্রামের মো. পারভেজ হোসেন ওরফে সুমন শেখ ও একই গ্রামের আলিম। এছাড়া, দণ্ডবিধির ২০১ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজনকেই তিন বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২ নভেম্বর রাতে কাজ শেষ করে মাচাইন বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিল্লাল। পথে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পারভেজ, আলীমসহ আরও কয়েকজন। হত্যার পর বিল্লালের লাশ ইছামতি নদীর খালে ফেলে দেয় তারা। এই ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বেগম হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে হরিরামপুর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক আশিষ কুমার স্যানাল মামলার তদন্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করলে ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ৮ বছর পর এই রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবী মো. আজিজ উল্লাহ্ এবং আব্দুর রাজ্জাক উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

 

একুশে সংবাদ//মা.প্র//এ.জে

Shwapno
Link copied!