বদলি পরীক্ষা দিতে গিয়ে কারাগারে গেলো এক পরীক্ষার্থী। গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ দাখিল মাদ্রাসা থেকে অন্যের বদলে পরীক্ষায় অংশ নেয়া ওই পরীক্ষার্থীর নাম আকরাম সরকার। সে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ পশ্চিমপাড়া গ্রামের দুদু মিয়া সরকারের ছেলে।
গত মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন। পরে নিয়মিত মামলা দিয়ে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করলে বুধবার (৩০ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া একই দিন ওই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে আছাব আলী ফাজিল মাদ্রাসার শিক্ষক আবু তাহের, চাঁদপাড়া আলিম মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলাম, ধর্মপুর ইসলামি দাখিল মাদ্রাসার শিক্ষক আরচি সুলতানা ও হরিপুর শহরভানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আইয়ুব হোসেনকে অব্যাহতি দেয়া হয়। একই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয় বলে জানান কেন্দ্রসচিব ও মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো: নূরুল আলম।
একুশে সংবাদ//গা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :