হেফাজতে ইসলাম বাংলাদেশ, শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মিনি স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ পালন পালন করে।
প্রতিবাদ সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ,শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মুফতি জিহাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম, শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল করিমসহ আরোও অনেকে।
সভাপতির বক্তব্যে মুফতি জিহাদুল ইসলাম বলেন, সংবিধানে আল্লাহর একত্ববাদের বিপরীতে বহুত্ববাদের সংযোজনের প্রস্তাবের প্রতিবাদে, যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদার প্রস্তাব ও ইসলাম বিদ্বেষী তথাকথিত নারী কমিশন বাতিলের দাবীতে, নারী অধিকারের নামে সরাসরি কুরআন বিরোধী নারী সম-অধিকারের দাবীর প্রতিবাদে, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও ওয়াকফফ আইন বাতিলের দাবীতে, সারাদেশে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলার গণহত্যার বিচারের দাবীতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
আগামী ৩ মে ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশের ঢাক দিয়েছে। উক্ত মহাসমাবেশটি সফল করতে সকলকে ঢাকায় যেতে আহবান করেন।
আলোচনা সভা শেষে বিশ্ব উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ//শ্রী.মা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :