ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কামারগ্রামের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন দুলু মোল্লা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় বোয়ালমারীর ওয়াপদা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্যসহ এলাকাবাসী শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা বোয়ালমারী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। পরে বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিচারিক সহায়তার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সাড়ে ১১টায় অবরোধ তুলে নেন।
নিহতের পরিবারের বরাতে জানা যায়, গত ২১ মার্চ বেলা ১১টার দিকে বাড়ির সামনেই প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে দুলু মোল্লাকে গুরুতর জখম করে। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে পরবর্তীতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৬ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ঘটনার পর থেকে তারা নানা ধরনের হুমকি ও ভয়ভীতির মধ্যে রয়েছেন। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

