বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের নির্মূল করা হবে। দেশের মানুষ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তন আনতে চাই। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সুন্দর সমাজ গড়তে চায়, যেখানে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে জীবন-যাপন করতে পারবে। সমাজে কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম থাকবে না।”
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, আগামীতে চাঁপাইনবাবগঞ্জকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি অবহেলিত ইউনিয়ন নিয়ে দিয়াড় উপজেলা গড়ে তোলা হবে। এছাড়া মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালের শয্যার পরিমাণ বাড়ানো হবে। তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলবো। নির্বাচিত হলে দলমতের ঊর্ধ্বে থেকে জনগণের খেদমত করব, শাসক হবো না। স্বজনপ্রীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না। জামায়াত নিরাপদ, সত্য ও সুন্দরের পক্ষে রাজনীতি করে। জনগণের কল্যাণে রাজনীতি করে, তাই এবার জনগণ দাঁড়িপাল্লা দেখতে চায়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশকে ভালোবাসতে হলে জুলাই যদ্ধোদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র-যুব উৎসব বাস্তবায়ন কমিটি ও চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসু ভিপি মোঃ আবু সাদেক কায়েম, রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মোঃ লতিফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবুজার গিফারী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোঃ কেরামত আলী, জেলা নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোঃ মিজানুর রহমান, নায়েবে আমীর মোঃ মোখলেসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

