AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে সেতুর ওপর অস্থায়ী বাসস্ট্যান্ডে তীব্র যানজট: চরম ভোগান্তি



সরিষাবাড়ীতে সেতুর ওপর অস্থায়ী বাসস্ট্যান্ডে তীব্র যানজট: চরম ভোগান্তি

জামালপুরের সরিষাবাড়ীতে অস্থায়ী বাসস্ট্যান্ডের কারণে সেতুর ওপর তীব্র যানজট তৈরি হচ্ছে। প্রচণ্ড তাপদাহ ও দীর্ঘক্ষণ আটকে থাকার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। এই সমস্যা প্রতিনিয়ত দেখা যাচ্ছে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া সেতুর ওপর।

সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে চাকরিজীবী ও সাধারণ মানুষ সরিষাবাড়ী উপজেলার চরাঞ্চল এবং পাশ্ববর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন গ্রামে আসছেন। আবার ঢাকা যাওয়ার সময় যাত্রীরা সরিষাবাড়ী ও আশেপাশের এলাকা থেকে শতাধিক বাসে উঠছেন। এসব বাস বয়ড়া সেতুর ওপর ও আশপাশের রাস্তায় যাত্রী ওঠানামার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। ফলে চরাঞ্চলের যাতায়াতের একমাত্র পথটিতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা শাহ পরান বলেন, “ব্রিজের উপর ও রাস্তার পাশে বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় তীব্র যানজট হয়। আগে যে ব্রিজ পার হতে ৫ মিনিট লাগতো, এখন লাগে এক ঘণ্টারও বেশি। এসব দেখার যেন কেউ নেই।”

আকাশ, কাকন, ঔষি, সাগরিকা নামের একাধিক শিক্ষার্থী জানান, “সকাল থেকেই ব্রিজের দুই পাশে সারি সারি বাস দাঁড়িয়ে থাকে। এতে যানজট লেগেই থাকে। অনেক সময় আমাদের স্কুল-কলেজে পৌঁছাতেই দেরি হয়ে যায়।”

চর টাকুরিয়া গ্রামের আনিছুর রহমান বলেন, “অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। কিন্তু এই অস্থায়ী বাসস্ট্যান্ডের কারণে সেতুর যানজটে আটকে পড়ে পৌঁছাতে পারিনি। এটি অত্যন্ত কষ্টদায়ক।”

এ বিষয়ে জামালপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, “এভাবে অস্থায়ী বাসস্ট্যান্ড তৈরি করা কোনোভাবেই নিয়মসিদ্ধ নয়। অন্য জেলার বাসগুলো সরিষাবাড়ীতে এসে এই ব্যবস্থা করছে, যা আমরা অনুমোদন দিইনি। তারাকান্দির বাসসাইটটি টাঙ্গাইল জেলা মালিক সমিতির আওতায় পড়ে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এমন ঘটনা হয়ে থাকলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!