ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
কলেজ ছুটির পর শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি খুলনা সরকারি মহিলা কলেজ মোড় ও বয়রা বাজার মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজের মূল ফটকে এসে মানববন্ধনে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের সাবেক সাংস্কৃতিক প্রিফেক্ট শাদমান রাশিদ এবং সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল জাবির। বক্তব্য রাখেন সাবেক এল্ডার প্রিফেক্ট আহনাফ তাহমিদ, ইয়াসির আজম তানভীর, সাফফাত আলম স্নিগ্ধ, নাবিল রেজাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “ফিলিস্তিন শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি আমাদের আত্মার অংশ। সেখানে চলমান নৃশংসতা সমগ্র মুসলিম উম্মাহর উপরই একটি আঘাত।” তারা বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান যেন অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই গণহত্যা বন্ধ করা হয়।
বক্তব্যে আরও বলা হয়, “নিন্দা যথেষ্ট নয়, এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর উচিত কূটনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে ইসরায়েলের আগ্রাসন রুখে দেওয়া।” বক্তারা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বকে একযোগে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।
শান্তিপূর্ণ এই কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ছিলো তীব্র আবেগ, প্রতিবাদী মনোভাব এবং মানবিক দায়বদ্ধতা। যা প্রমাণ করে—বাংলাদেশের তরুণ প্রজন্ম ন্যায়ের পক্ষে, নির্যাতিত মানুষের পাশে এবং বিশ্ববিবেক জাগ্রত করতে সচেতন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

