ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বিমান হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় মোংলা মহিলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোংলা উপজেলা চত্বরে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন”, “বয়কট ইসরায়েল”, “ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “ইসরায়েল উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি” সহ নানা স্লোগান দেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গাজায় মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমাদের ভাই-বোনদের লাশ আকাশে উড়ছে, আর আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি—এই নিরবতা ভাঙতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। গাজাবাসীর পাশে দাঁড়ানোর জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা মানবতার চরম অবমাননা। জাতিসংঘ ও ওআইসি-র নীরবতা দুঃখজনক ও হতাশাজনক বলেও মন্তব্য করেন তারা।
একুশে সংবাদ/বিএইচ