AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া


ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া

নেত্রকোনার কেন্দুয়ায় প্রিয়জনের সাথে ঈদ আনন্দের শেষে কর্মস্থলে ফিরতে গুনতে হচ্ছে দ্বিগুণ বা তার চেয়ে বেশি ভাড়া। কেন্দুয়া থেকে  ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, ত্রিশাল, কিশোরগঞ্জ, আঠারোবাড়ি ও নান্দাইলগামী বাস ও সিএনজিতে দ্বিগুণ বা তার চেয়েও বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সরকারি নির্ধারিত ভাড়া অনুযায়ী কেন্দুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত ১৬০ টাকার পরিবর্তে ৩০০টাকা, কেন্দুয়া থেকে কিশোরগঞ্জ ৮০ টাকার পরিবর্তে ২৫০টাকা,কেন্দুয়া থেকে ঢাকার ভাড়া ৪০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা, কেন্দুয়া থেকে ত্রিশাল ১৫০ টাকার পরিবর্তে ৪০০ টাকা, কেন্দুয়া থেকে চট্টগ্রামের ৭০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা   নিচ্ছে। এটি একটি সিন্ডিকেট এর বিরুদ্ধে দেখভাল করার কেউ নেই। যাত্রীদের জিম্মি করে ভাড়া নেয়া হচ্ছে।


ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজের অনার্স পড়ুয়া একজন শিক্ষার্থী ত্বকী জানান, ঈদের ছুটিতে বাড়ীতে এসেছিলাম। শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল রবিবার থেকে খোলার কারণে আজকেই ময়মনসিংহে ফিরছি। সিনজিতে ভাড়া ৩০০ টাকা দিতে হয়েছে, যেখানে স্বাভাবিক সময়ে এই ভাড়া ছিল ১৬০ টাকা। আমরা ছাত্র মানুষ। বাবা অনেক কষ্ট করে আমাদের খরচ যোগাড় করে। আর কষ্টের টাকা এভাবে অতিরিক্ত ভাড়া আদায় ঠিক না।

ত্রিশাল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ে অনার্স পড়ুয়া আরো একজন শিক্ষার্থী মাহিন বলেন, ঈদের আগে সিএনজিতে ত্রিশাল থেকে কেন্দুয়া এসেছি ১৫০ টাকায়, আর এখন ঈদ শেষে বিশ্ববিদ্যালয়ে যেতে ৪০০টাকা গুণতে হচ্ছে। এটা খুবই অন্যায় এবং অমানবিক। আমি ড্রাইভারগণের সাথে আলোচনা করে প্রশাসনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ভাড়া সহনীয় পর্যায়ে নিলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কষ্ট অনেকাংশ লাঘব হবে, সেই উদ্যোগ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

নাম প্রকাশ না করার শর্তে সিএনজি স্টেশনের শ্রমিক নেতা বলেন, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আমার কাছে এসেছে। ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফেরত শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করাটা মোটেও ঠিক নয়।

কেন্দুয়া থানার ওসি ( তদন্ত) ওমর কাইয়ুম  বলেন, ভাড়া বেশি আদায়ের খবর পেয়ে আমরা সিএনজি স্টেশনে গেলে তারা সঠিক ভাড়া নেন আবার আমরা চলে আসলে যাত্রীদের কাছে থেকে বেশি ভাড়া নেন সিএনজি চালকরা।


কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন যাত্রীদের কাছ থেকে সিএনজি ও বাস চালকরা বেশি ভাড়া নিচ্ছে এমন খবর পেয়ে আমরা সিএনজি ও বাস স্ট্যান্ডে গিয়ে সিএনজি ও বাস চালক এবং  শ্রমিক নেতাদের সাথে কথা বলে ভাড়া যেন বেশি না নেন এব্যাপারে আজ দুপুরের দিকে সতর্ক করে সরকার নির্ধারিত ভাড়া আদায় করার জন্য বলে এসেছি। যদি কেউ বাড়তি ভাড়া আদায় করে থাকে বা বাড়তি ভাড়া নিয়ে থাকলে, সেটা অন্যায়, অমানবিক। আমরা খোঁজ রাখছি এরকম ঘটনা ঘটলে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলে ও তিনি জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!