স্কুল ছাত্রীদের যৌন হয়রানির সময় বাধা দেয়ায় কিশোর গ্যাং ও তার পরিবারের লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন মোতালেব (৪০) নামের এক মাংসের দোকানের কর্মচারী।
গত মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ওই দিন বিকেলে ভুক্তভোগীর পক্ষ থেকে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। মারধরের শিকার মোতালেব ওই এলাকার ধল্লা গান্ধারদিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী জানান, গত ২২ মার্চ বিকেল ৫টার দিকে তার বাড়ির সামনে কিশোর গ্যাং সদস্য পশ্চিম বাস্তা গ্রামের আব্দুল জলিলের ছেলে রানা (২০), মহর আলীর ছেলে রোমান (১৮) ও একই গ্রামের সারাফাতসহ (১৯) আরো অজ্ঞাত ৭-৮ জন এলাকার স্কুল পড়ুয়া ছাত্রীদের উত্ত্যক্ত (যৌন হয়রানি) করতে থাকে। এ সময় মোতালেব বাধা দিলে কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয় । এ ঘটনার জেরে মঙ্গলবার সকাল ১০টার দিকে মোতালেবের কর্মস্থল বাস্তা বাসস্ট্যান্ডে লুৎফর কসাইয়ের মাংসের দোকানে কিশোর গ্যাং সদস্য ও তাদের পরিবারের লোকজন হামলা করে। এ সময় তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় স্থানীয় লোকজন মোতালেবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তিনি ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয়নি বলে জানা গেছে।
রানার বাবা আব্দুল জলিল ছেলের বিরুদ্ধে যৌন হয়রানি ও মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, দোকানের সামনে বেঞ্চে শুয়ে থাকাকে কেন্দ্র করে স্থানীয় মগর ডাকাতের ছেলে হাতকাটা বকুল ও মোতালেবই আমার ছেলেকে মারধর করেছে। এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ ( ওসি) জেওএম তৌফিক আজম বলেন,অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :