AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতিসংঘ মহাসচিবের ভালবাসায় সিক্ত রোহিঙ্গা শিশুরা


Ekushey Sangbad
মো.শাহাদত হোছাইন, কক্সবাজার
০৪:৪১ পিএম, ১৪ মার্চ, ২০২৫
জাতিসংঘ মহাসচিবের ভালবাসায় সিক্ত রোহিঙ্গা শিশুরা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসলেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে অবস্থানরত রোহিঙ্গা শিশুদের কাছে টেনে ভালোবাসা দেখিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে তিনি গাড়িবহর করে উখিয়া রোহিঙ্গা ১৮নং ক্যাম্পে মেমোরিয়াল কালচারাল হলে যান তিনি। 

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিব
জাতিসংঘ মহাসচিবের ভালবাসায় সিক্ত রোহিঙ্গা শিশুরা

শুক্রবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে তাঁরা কক্সবাজারে আসেন। সেখান থেকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুপুর ২ টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেন- কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

এদিকে, জাতিসংঘের মহাসচিব কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে সেখানে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক), কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও পুলিশ সুপার। এরপর কক্সবাজার শহর থেকে জাতিসংঘ মহাসচিব যান উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় আসেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শনে রয়েছেন।

জানা গেছে, কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্মানাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রফেসর মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন। ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে ঢাকায় ফিরবেন।

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!