AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধিনে রাখতে পলাশে মানববন্ধন


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৩:০২ পিএম, ১৩ মার্চ, ২০২৫

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধিনে রাখতে পলাশে মানববন্ধন

জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে রাখার দাবিতে মানববন্ধন করেছে নরসিংদীর পলাশ উপজেলার নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচী পালন করবে তারা। দাবী আদায়ের অংশ হিসেবে সকাল ১১টায় উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় কর্মকর্তা-কর্মচারীরা।

পলাশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জীবন ইবনে মাসুমের নেতৃত্বে উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নেয় এ মানববন্ধনে। এ সময় মানববন্ধনে শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও এলাকার সাধারন জনগন অংশ নেয় ।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ২০০৭ সাল থেকে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে বাংলাদেশ নির্বাচন কমিশন। হঠাৎ করেই সরকারি সিদ্ধান্তে এই পরিসেবাকে স্বাধীন কমিশনের অধিনে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। যার ফলে নতুন কাঠামো তৈরীসহ অন্যান্য সরকারি অর্থ ব্যায় হবার পাশাপাশি সেবার মান নিম্নমুখী হবে। তাই সরকারের উচিৎ এই সিদ্ধান্ত থেকে সরে আসা।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!