AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে এইডস রোগীর সন্ধান



ফরিদপুরে এইডস রোগীর সন্ধান

ফরিদপুরে নতুন করে আরো একজন এইচআইভি এইডস রোগী সনাক্ত করা হলো। জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০২২ সালে পাঁচজন এইডস আক্রান্ত রোগীর সন্ধান লাভের কথা জানিয়েছিলো জেলার স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, বুধবার (১২ মার্চ) ওই রোগীর পরীক্ষায় এইচআইভি এইডস পজিটিভ সনাক্ত হয়। এরপরে তাকে চিকিৎসার জন্য যশোরের অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টারে পাঠানো হয়েছে। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মরত একজন চিকিৎসক জানান, ফরিদপুরের সদর উপজেলার বাসিন্দা ওই রোগীর জীবনাচারের কু অভ্যেসের কারণে তার এই রোগ ধরা পড়েছে বলে তার সাথে কথা বলে জানা গেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোন নিশ্চিত তথ্য জানা যায়নি।

তিনি জানান, গত ২০ বছরে ফরিদপুর জেলায় একশো এইডস রোগী সনাক্ত করা হয়েছে। জেলার প্রায় পাঁচ শতাধিক নারীপুরুষ এই এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে।

 

একুশে সংবাদ// এ.জে

Shwapno
Link copied!