শেরপুরের সীমান্ত থেকে ৭লাখ ১৪ হাজার টাকার ভারতীয় ২০বস্তা জিরা, একটি অশোক ল্যান্ড পিকআপ ও একটি হানক মোটরসাইকেল সহ ইয়াছিন আনোয়ার নামে কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।
বুধবার (১২মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে ঝিনাইগাতী উপজেলার জামতলী এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। গ্রেফতারকৃত কারবারি ঢাকার কামরাঙ্গীচর এলাকার ইব্রাহিম শিকদারের ছেলে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকশী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফের নেতৃত্বে বিজিবি`র একটি দল অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে আনা ৭লাখ ১৪ হাজার টাকা মুল্যের ভারতীয় ২০বস্তা জিরা, একটি অশোক ল্যান্ড পিকআপ ও একটি হানক মোটরসাইকেল সহ ইয়াছিন আনোয়ার নামে কারবারিকে গ্রেফতার করা হয়।
দুপুরে বিজিবি বাদী হয়ে ইয়াছিন আনোয়ারের নামে মামলা দায়েরের পর জব্দকৃত জিরা, পিকআপ, মোটরসাইকেল ও আসামীকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

