AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহে ৫৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা


Ekushey Sangbad
তাপস কর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
১২:৫৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

ময়মনসিংহে ৫৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

ময়মনসিংহে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত করার অপরাধে সুজন বিন্দ ঠাকুর (২৭) নামের একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে নগরীর বিসিক শিল্প এলাকায় এনজি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে সেনাবাহিনী,জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কৃষি বিপণন অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালায়। এ সময় কারাদণ্ড দিয়ে জরিমানা আদায় করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি। 

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,আসন্ন রমজানকে সামনে রেখে দাম বাড়িয়ে বিক্রি করার জন্য বিপুল পরিমাণ ভোজ্যতেল এনজি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান তাদের গোডাউনে মজুত করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫৩ হাজার লিটার পাম তেল পাওয়া যায়। কিন্তু তখন মালিক মিলন বালা পালকে পাওয়া যায়নি। পরে ম্যানেজার সুজন বিন্দ ঠাকুরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন,আমরা চাই,আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকুক। আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেকোনও পণ্য কোনও ব্যবসায়ী মজুত করে দাম বাড়ানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কৃষি বিপণন অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!