সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাত ১টা থেকে ভোর সাড়ে ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন চিলা ইউনিয়নের জয়মনিরঘোল এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২ জন দুষ্কৃতীকারী মোঃ আব্দুল খালেক খান (৫৪) ও মোঃ নূর আলী শেখ (৬৪) কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদ্বয় আওয়ামী লীগ এর নেতাকর্মী। আটককৃত দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

