AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে "Sustainable Development through 4IR Technologies” দিনব্যাপী সেমিনার


Ekushey Sangbad
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
০৭:৫৯ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুরে

আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহারে টেকসই উন্নয়নে এবং চতুর্থ শিল্প বিপ্লবের ভূমিকা নিয়ে "Sustainable Development through 4IR Technologies” দিনব্যাপী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ে বুধবার (১২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের চরকমলাপুর  ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী সেমিনার অনুষ্ঠানের প্রধান অতিথি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে সেমিনার উদ্বোধন ঘোষণা করেন বিসিসির (প্রশিক্ষণ ও উন্নয়ন) (গ্রেড-৩) এর পরিচালক মোঃ জফরুল আলম খান।

বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন- বিসিসির (সিস্টেমস) (গ্রেড-৪) এর ম্যানেজার মোঃ গোলাম রববানী।

বিসিসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক অলিউল্লাহ আহম্মেদ এর সভাপতিত্বে, সেমিনার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহরাব হোসেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আলমগীর হোসেন এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ আককাছ আলী সেখ।

সেমিনার অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ জফরুল আলম খান ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তার বক্তব্যে বলেন, বিসিসি আইসিটি সেক্টরে পলিসি নির্ধারণ থেকে শুরু করে মাঠ পর্যায়ে বিভিন্ন কাজ করছে। বিসিসি ফরিদপুর কার্যালয় থেকে যেকোনো সফটওয়্যার টেস্টিং, ডিজিটাল সার্টিফিকেট, টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি বা সরকারি কার্যালয়সমূহের যে কোনো আইসিটি বিষয়ক সেবা প্রদান করা হয়।

বিসিসির ম্যানেজার (সিস্টেমস) মোঃ গোলাম রববানী তার বক্তব্যে বলেন, ইন্টারনেট অব থিংস (loT) এবং অটোমেশন ব্যবস্থার মাধ্যমে উন্নত প্রযুক্তি সেবা প্রসারের সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাঁর বক্তব্যে উল্লেখ করেন, টেকসই উন্নয়নের মূল চ্যালেঞ্জ হচ্ছে প্রযুক্তির উন্নয়নকে সঠিকভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে কাজে লাগানো । শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ অর্থনীতির ক্ষেত্রে প্রযুক্তির প্রভাব অত্যন্ত অর্থনীতির ক্ষেত্রে প্রযুক্তির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে টেকসই উন্নয়নে বিভিন্ন ফ্রন্টিয়ার টেকনোলজি ব্যবহার করা যায় তা আমাদের খুঁজে বের করতে হবে।

মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক মোঃ আলমগীর হোসেন বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিবর্তন সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। তবে এই পরিবর্তনগুলোকে টেকসই উন্নয়নে রূপান্তরিত করতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আরও বলেন, বাংলাদেশে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যুক্ত হয়েছি। এর সঠিক ব্যবহারে আমাদের Productivity Efficiency বাড়বে।

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ভূমিকা তুলে ধরেন এবং বলেন, চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লব নিয়ে আমাদের কাজ করতে হবে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান এসব প্রযুক্তি ব্যবহার করছে। গার্মেন্টস সেক্টরে অটোমেশনে রোবোটিকস প্রযুক্তি ব্যবহার হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে এগুলো প্রয়োগ করতে হবে। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

এসময় ফরিদপুর জেলা পরিসংখ্যান অফিস, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, নিরাপদ খাদ্য অধিদপ্তর, জেলা সঞ্চয় অফিস, পোস্টমাস্টার জেলারেলের কার্যালয়, জেলা আনসার ভিডিপি কার্যালয়, জেল সুপারের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ জন অফিস প্রধান প্রতিনিধিগণের অংশ গ্রহণে দিনব্যাপী  সেমিনারে উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গভীর দিকনির্দেশনা বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!