মুকসুদপুরে জাকারিয়া শেখ (২৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে, থানা পুলিশ। নিহত জাকারিয়া শেখ উপজেলার কদমপুর গ্রামের মোশা শেখের ছেলে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের একটি জঙ্গল থেকে জাকারিয়া শেখের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি মোঃ মোস্তফা কামাল জানান, রবিবার একটি অনুষ্ঠান যাওয়ার জন্য জাকারিয়া শেখের স্ত্রী পার্লার থেকে সাজগোজ করে। এ নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যায় জাকারিয়া।
এলাকাবাসী রাতে বাড়ির পাশের একটি জঙ্গলের গাছে জাকারিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
একুশে সংবাদ/বিএইচ