AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরফ্যাশনে সারথী মোবাইল লাইব্রেরির শুভ উদ্বোধন


Ekushey Sangbad
মামুন হোসাইন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
০৮:০০ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
চরফ্যাশনে সারথী মোবাইল লাইব্রেরির শুভ উদ্বোধন

সবার জন্য আনন্দদায়ক ও শিক্ষামূলক বই পড়ার সুযোগ নিশ্চিত করতে দ্বীপজেলা ভোলার চরফ্যাশনে কিশোর নেটওয়ার্ক এর উদ্যোগে "সারথী মোবাইল লাইব্রেরি কর্মসূচি" আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি)  বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।

এসময় তিনি বলেন, "সারথী মোবাইল লাইব্রেরি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যন্ত অঞ্চলে বই পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।" 

কিশোর নেটওয়ার্ক এর রিজিওনাল টিম লিডার সানজিদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মজিবল হক, বিশিষ্ট সমাজসেবক আক্তারুল আলম সামু, কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলার সহকারি পরিচালক রাশিদা বেগম, হেলাল উদ্দিন, কিশোর নেটওয়ার্ক এর তরুন স্বেচ্ছাসেবী ও গনমাধ্যমকর্মীসহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা সারথী মোবাইল লাইব্রেরির ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। 

সারথী মোবাইল লাইব্রেরি মূলত একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বই পড়ার সুযোগ করে দেওয়া হবে। আয়োজকরা জানান, "সাধারণ স্কুল  কলেজ মাদ্রাসা মন্দির এর শিক্ষার্থী, শিশু ও কিশোর কিশোরী, যুব সম্প্রদায়, মা-বাবা, অভিভাবক - সকল শ্রেনী পেশার মানুষ যারা বই পড়তে আগ্রহী কিন্তু বই সহজলভ্য না হওয়াতে বই পড়ার আনন্দ থেকে বঞ্চিত তাদের জন্য আমাদের এই উদ্যোগ।"

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ দেখা যায়। তারা জানায়, "বইয়ের সহজপ্রাপ্যতা তাদের আনন্দ ও জ্ঞানের পরিধি আরও বাড়াতে সহায়ক হবে। উদ্যোক্তারা আশাবাদী, এই উদ্যোগ আগামী দিনে  পাঠাভ্যাস তৈরি, সংস্কৃতি সচেতন, আধুনিক, প্রগতিশীল ও মানবিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!