AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন


Ekushey Sangbad
চয়ন বিশ্বাস, জেলা প্রতিনিধি, পটুয়াখালী
০৫:২০ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
গলাচিপায় মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন

"যে মানুষ এবং মানবিক মূল্যবোধ নিয়ে দেশ ও দশের মঙ্গলের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, দাতব্য চিকিৎসালয় স্থাপন করে, সে ব্যাক্তি অবিস্মরণীয় হয়ে থাকে যুগ যুগান্তরে"।

দেশের সর্বদক্ষিণের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ১৯৫০ দশকের শিক্ষা বিস্তারের সর্বজন স্বীকৃত পন্ডিত ও বিশিষ্ট শিক্ষাবিদ ও গলাচিপা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক ম্যাজিস্ট্রেট প্রয়াত মুঃ ইউসুফ মিয়া ও তাঁর স্ত্রী জাহানারা ইউসুফ এর স্মরণে মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্স, মসজিদ আল ইউসুফ, স্বাস্থ্য সেবা কেন্দ্র (আলভি ভিশন) ও সাইফ ভবন গ্রানাডা একাডেমীর শুভ উদ্বোধন করলেন, কৃতিমান ছাত্র ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, সাবেক সচিব ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা। অপর প্রকৃতিমান ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক (অবঃ) ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আবদুল লতিফ মাসুম। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গলাচিপার হরিদেবপুর এলাকায় বিকাল ৪ ঘটিকায় মুহম্মদ ইউসুফ মিয়া ও জাহানারা স্মৃতি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা অব্যবস্থাপনা পরিচালক মরহুম ইউসুফ মিয়ার ২য় পুত্র বিশিষ্ট কৃষিবিদ মুর্তজা সাইফুল আলম জাকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। 

বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন- প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম, এডভোকেট মোঃ গোলাম মোস্তফা, উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, গলাচিপা উপজেলা জামায়াত আমীর ডাঃ জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি ও কলামিস্ট মুঃ খালিদ হোসেন মিল্টন প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধি ও মরহুম ইউসুফ স্যারের কৃতি ছাত্র-শিক্ষক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মুঃ ইউসুফ মিয়ার শিক্ষা জীবনের স্মৃতিচারন করেন।

অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ড্রেসসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ইউসুফ জাহানারা কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল, দোয়া মুনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবার শরীফের ছোট হুজুর হযরত মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী এবং মাওলানা জাফর আহমেদ, ইমাম ও খতিব বায়তুশ শরিফ মসজিদ ঢাকাসহ স্থানীয় ওলামায়ে কেরামবৃন্দ।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!