বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার আয়োজন ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে জেলা শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে র্যালিটি শুরু করে সি অফিস হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে এসে পথ সভায় মিলিত হয়।
এতে বক্তব্য দেন, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: মেহেদী হাসান, সেক্রেটারি মো: আল ইমরান খান, সাবেক জেলা সভাপতি আল আমিন শেখ, জেলা বায়তুলমাল সম্পাদক মো: মিজানুর রহমান প্রমুখ। র্যালিতে জেলা ও উপজেলার প্রায় ৪ হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

