AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেলা দেখে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০১:৫৯ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

মেলা দেখে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

বগুড়ায় মেলা থেকে বাড়ি ফেরার পথে বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবাহী বাসকে ওভারটেক করে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিন নিহত হয়েছেন। 

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত তিনজন হলো- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনাকায় গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে আল হোসাইন মন্ডল (১৯), একই উপজেলার ছোট ধাপ এলাকার জিয়াউর রহমান প্রামানিকের ছেলে শাহ নেওয়াজ (১৯) ও কাহালু উপজেলার কাজীপাড়ার মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামাণিক (১৯)।

নিহত হোসাইনের জমজ ভাই আল হাসান বলেন, রবিবার বিকালে তিনটি মোটরসাইকেলে ৯জন বন্ধু মিলে নওগাঁ ব্যানিজ্য মেলা ঘুরতে যাই। মেলা থেকে রাতে বাড়ি ফেরার পথে আদমদীঘির সান্তাহার পৌর শহরের বাঁশহাটি অতিক্রম করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আমার ভাই হোসাইন সহ একটি মোটরসাইকেলে থাকা তিনবন্ধুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আমরা সান্তাহার পোঁওতা রেলগেট অতিক্রম করার সময় মুঠোফোনে খরব পেয়ে ফিরে এসে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারি উপ পরিদর্শক (এএসআই) আজিমুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, তারা এক মোটরসাইকেলে তিনবন্ধু বাড়ি ফেরার পথে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস ওভারটেক করে সামনে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে অপরদিক থেকে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!