AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে সম্ভাবনা‍‍`র শীতবস্ত্র বিতরণ



সুন্দরগঞ্জে সম্ভাবনা‍‍`র শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার সকালে বেলকা ইউনিয়নের মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‍‍`সম্ভাবনা‍‍`র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ (RCB)’র সার্বিক ব্যবস্থাপনায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার, প্যান্ট ও মোজা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষক নারী ক্রিকেটার আরিফা জাহান বীথি, ক্রিকেটার হালিমা আক্তার, শানু আক্তার, সাখাওয়াত হোসেন, আরসিবির উপদেষ্টা ফেরদৌস সরকার, মোফাখারুল মান্নান, ডা. রফিকুল ইসলাম, মন্জুরুল মান্নান, সাংবাদিক সুদীপ্ত শামীম, আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকার, সাবেক সভাপতি হুমায়ুন কবির, আরসিবির সাংগঠনিক মোছাদ্দেক সরকার মুহিত, আরসিবি সদস্য জিএম মাহদী প্রমূখ।

শীতবস্ত্র পেয়ে খুশি সুবিধাবঞ্চিত অসহায়  মানুষরা। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শীতার্তদের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বেলকা নবাবগঞ্জ গ্রামের মরিয়ম বেগম বলেন, ‘শীতের রাতে ঘুমানো দায় হয়ে গেছিল। একটা পাতলা শাড়ি দিয়ে কোনো রকমে দিন কাটাইতেছিলাম। এই কম্বলটা পেয়ে একটু হলেও আরাম পাবো। আল্লাহ ওদের ভালো করুক।’

স্থানীয় কৃষক আকবর আলী বলেন, ‘গরিব মানুষ, নিজের একটা ভালো গরম কাপড় কেনার সামর্থ্য নাই। শীত পড়লে খুব কষ্ট হয়, বিশেষ করে সকালে কাজে বের হলে। এই শীতবস্ত্র পেয়ে খুব উপকার হলো। আল্লাহ যেন এদের আরও শক্তি দেয়, যাতে আমাদের মতো মানুষের পাশে দাঁড়াইতে পারে।’

মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র হাসান মিয়া জানায়, ‘আমি আগে খুব কাঁপতাম, হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে যেত। কিন্তু এখন একটা গরম সোয়েটার পেয়েছি। এটা পরে স্কুলে যেতে পারব, খেলতে পারব। খুব ভালো লাগছে!’

 

একুশে সংবাদ/ এস কে 
 

Shwapno
Link copied!