ড্রেনে পড়ে দিনাজপুরের ঘোড়াঘাটে শাহীন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের সখিনা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু শাহীন ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজনের অজান্তে শিশুটি টিউবওয়েলের পানি নিষ্কাশনের গর্তে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পানির গর্তে পাওয়া যায়।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক একুশে সংবাদকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ দাফনের জন্য পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ////র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

