বাংলাদেশ জামায়াত ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের কালীগঞ্জে। গতকাল শনিবার (২৫ জানুয়ারী) দিনব্যাপী উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াত ইসলামীর আমীর ডক্টর জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন দর্জি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের আইন ও সমাজ সেবা সম্পাদক মোঃ মোখলেছুর রহমান খান, জেলা তারবিয়্যাত সেক্রেটারী মোহাম্মদ আলী, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাজী আফতাব উদ্দিন, কাপাসিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা যাকারিয়াসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ প্রমুখ।
একুশে সংবাদ////র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

