AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় ভোটার হালনাগাদ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত


ভাঙ্গায় ভোটার হালনাগাদ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে সমন্বয় কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)  দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দিন সভার আয়োজন করেন। 

তিনি বলেন, সারা দেশের ন্যায় ভাঙ্গা উপজেলায় আগামী ২০ জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত, বাড়ি বাড়ি গিয়ে বাংলাদেশের নাগরিককে শনাক্তকরণের মাধ্যমে নিবন্ধনপূর্বক যথাযথভাবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত প্রণয়ন করা। 

যাদের বয়স ২০০৮ সালের ১লা জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদেরকে ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে পরিবর্তনের কারণে ভোটার তালিকা স্থানান্তরের বিষয়েও কার্যক্রম গৃহীত হবে। বিষয়টি ভাঙ্গা উপজেলার প্রতিটি গ্রামে, যার যার আত্মীয়-স্বজনদের অবহিত করার জন্য আহ্বান জানান। 

যারা প্রবাসী রয়েছেন তারা যদি ভোটার না হয়ে থাকেন তারা যখনই দেশে ফিরেন তখনই নির্বাচন অফিসে যোগাযোগ করার আহ্বান জানন। উল্লেখযোগ্য দশটি প্রবাসেও ভোটার হালনাগাদ চলবে বলে আশ্বস্ত করেন। 

তিনি আরো জানান, প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহকারী কর্মীরা দুইবার করে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে যারা অনুপস্থিত থাকবেন তাদের বাড়িতে তথ্য সংগ্রহকারী নম্বর প্রদান করা হবে যেন কেউ ভোটার তালিকা থেকে বাদ না পড়েন। 

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার  মিজানুর রহমান বলেন, ১০০% স্বচ্ছ ভোটার তালিকা হালনাগাদ করতে সকলের প্রতি আহ্বান জানান। প্রতিটি মসজিদে মসজিদে জুমার সময় মুসল্লিদেরকে অবহিত করার জন্য ইমামদের প্রতি অনুরোধ জানান। 

তিনি স্কুল-কলেজ মাদ্রাসার শিক্ষক, ইউপির চেয়ারম্যান, ইউপির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজপতিদেরও সহযোগিতার জন্য আহ্বান জানান।  কেউ যেন ভোটার হতে বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

প্রয়োজনে তদারকির জন্য ১২ টি ইউনিয়নে নজর দেওয়ারও আহ্বান জানান। তারপরেও যদি কেউ বাদ পড়ে থাকেন অবশ্যই উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!