AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় ৭২ ঘন্টার আল্টিমেটাম আন্দোলনকারীদের


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
১০:৫২ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় ৭২ ঘন্টার আল্টিমেটাম আন্দোলনকারীদের

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্দোশ কিশোর মাসুদ ও রায়হানকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্বজন ও এলাকাবাসী।

এ সময় ঘন্টাব্যাপি চলা বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নিহত রায়হান আলীর পিতা আব্দুর রহিম, ভাই জাহাঙ্গীর, মাসুদ রানার পিতা এজাবুল হক প্রমুখ।

সমাবশে বক্তারা বলেন, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসাব করার একটি ভিডিও ছড়িয়ে দেয়ার বিরোধের জেরে ঘটনার সাথে জড়িত না থাকলেও শুধুমাত্র খলসী গ্রামে বাড়ি হওয়ায় দুই ছাত্র রায়হান ও মাসুদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মল্লিকপুর গ্রামের কয়েকজন বখাটে। এদিকে ঘটনার চারদিন অতিবাহিত হলেও হত্যাকান্ডে জড়িতদের প্রকৃত কাওকে আটক করতে পারেনি পুলিশ। আর তাই আগামী ৭২ ঘন্টার মধ্যে জড়িতদের আটক করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন এলাকাবাসী।

এ সময় নিহত দুই কিশোরের পরিবারের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক কারনে বা জয় বাংলা লেখার কারনে নয়, বরং দুই গ্রামের দুটি কিশোর গ্রæপের বিরোধের জেরেই প্রাণ গেছে তাদের।

তবে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আন্দোলকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, চাকরির সুবাদে এই এলাকাতে এলেও রায়হান মাসুদ আমার ছেলের মতো। সুতরাং তাদের পিতার কষ্ট আমি অনুধাবন করে যত দ্রæত সম্ভব এই নিশৃংস হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরন করা হবে। তবে এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে যে দুইজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

আন্দোলনের সময় এলাকাবাসী মল্লিকপুর বাজাওে মন্ডল পেট্রোল পাম্পের সামনের রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কে প্রায় তিন ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। ফলে বন্ধ হয়ে যায় ছোট বড় বিভিন্ন পরিবহণ। পরে পুলিশের পক্ষ থেকে আসামী চিহ্নিত করা হয়েছে জানিয়ে দ্রæত হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে রাত সাড়ে ৭টায় সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। ফলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে খলসী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মল্লিকপুর বাজারে গিয়ে শেষ হয়।

 

একুশে সংবাদ/আ.য

 

Link copied!