ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা নজরুল নগর ইউনিয়নে হারভেস্টার মেশিন দিয়ে জমির ধান কাটার সময় সন্ত্রাসী হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার নজরুল নগর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড ফিরোজ চৌকিদার বাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ওই ওয়ার্ডের বাসিন্দা মুকবুল সিকদারের ছেলে মো. রাসেল (২৮), এবং একই ওয়ার্ডের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে আব্দুল গনি হাওলাদার (৬৫)।
আহত আব্দুল গনি জানান, একই ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ চৌকিদারের ২০ শতাংশ জমির ধান কাটার জন্য আমাদের হারভেস্টার মেশিনটি ভাড়া নেন। এরপর ধান কাটা শুরু করলে প্রতিবেশী মো. ফারুক শিকদারের ছেলে ফুহাদের নেতৃত্বে ৮-১০ জন এসে ধান কাটার হারভেস্টার মেশিনের ইঞ্জিন বন্ধ করে দেয়। এসময় বাধা দিলে আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করেন। আমরা দুইজন গুরুতর আহত হই। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তিনি আরও জানান, প্রতিবেশী যুবক ফুহাদের একটি হারভেস্টার মেশিন রয়েছে। সেই মেশিন ছাড়া অন্য কোনো মেশিন দিয়ে ধান কাটতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছে। শনিবার ধান কাটা শুরু করায় সে আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। বর্তমানে সে নব্য বিএনপি করায় এমন ক্ষমতা দেখাচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।
অভিযুক্ত ফুহাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :